প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ১০:২১ এ.এম
চৌদ্দগ্রামের আ’লীগ নেতা মাহফুজ চেয়ারম্যান ঢাকা বিমানবন্দরে আটক

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।বাহরাইন যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। মাহফুজ চেয়ারম্যান চৌদ্দগ্রামের মিয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার আসামী। সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, মিয়াবাজারের বাসে বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলার আসামী মাহফুজ আলমকে আটকের খবরটি আজ সোমবার সকাল ৯টায় বিমানবন্দর থানা পুলিশ আমাদেরকে জানায়। গ্রেফতারকৃত আসামীকে দ্রæত কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে।জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা মেরে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।এ মামলায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সাংসদ মুজিবুল হক মুজিব, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.