ঢাকাWednesday , 6 August 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের গোয়াইন ঘাট জাফলং চা বাগান ইমাম উদ্দিন নামের এক যুবকের হত্যার দায় (৯) জন কে আটক করেছে গোয়াইন ঘাট থানা পুলিশ

Link Copied!

মোঃ আলকাছ আহমদ সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার রাতে নিহতের পিতা হরমুজ আলী বাদী হয়ে কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে।আটক ব্যক্তিরা হলেন, জাফলং চা-বাগান এলাকার মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, স্বর্গীয় বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়’র ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায়, বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, জাফলং চা-বাগানে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। বাকি আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এর আগে, সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।গত মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে ইমাম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।