ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগর মিশন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কারিতাস ঝিনাইগাতী শাখা সীডস প্রকল্প ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” এই মূল সুরকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদ্যাপন করা হয়। ৯ আগস্ট শনিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি তালতলা মোড় প্রদক্ষিণ শেষে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি মি. অসীম ম্রং-এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি। এসময় আরও বক্তব্য রাখেন, এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রুয়েল চন্দ্র কোচ, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং, অনাশন চাম্বুগং ও কারিতাস ঝিনাইগাতীর মাঠ সহায়ক লিয়া হাগিদকসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ। বক্তারা বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ তাদের অধিকার নিশ্চিত, আদিবাসীদের ক্ষমতায়নের জন্য সংস্কারের মাধ্যমে মহান সংসদে ৫% সংরক্ষিত আসন বরাদ্দ, সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব প্রদান, সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় অধিকসংখ্যক আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি স্বতন্ত্র ভূমি কমিশন গঠন, মহান সংসদের সংরক্ষিত মহিলা আসনে সমতলের আদিবাসী নারীদের মনোনয়ন প্রদান, শিক্ষা ও সরকারি চাকরির সকল স্তরে আদিবাসীদের জন্য সরকার প্রদত্ত ১% এর পরিবর্তে ৫% কোটা বরাদ্দ এবং নিয়োগের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ, আইএলও কনভেনশন নং ১০৭ এবং ১৬৯-এর আলোকে আইন ও বিধিমালা প্রণয়নপূর্বক তা বাস্তবায়ন করতে মোট ৭টি দাবি তুলে ধরেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপনে প্রায় সাত শতাধিক গারো, কোচ, বর্মণ, হাজং আদিবাসী অংশগ্রহণ করে। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.