প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৮:১৫ পি.এম
নালিতাবাড়ীতে ৩৫ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে পুলিশের অভিযানে চোরাই পথে আনা প্রায় ৩৫ লাখ টাকার ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে নালিতাবাড়ী থানার টহল দল নিয়মিত রাত্রিকালীন অভিযানে বের হয়। ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে হঠাৎ রাস্তার পাশে একটি বাড়ির সামনে গাড়ি থামিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই চালক ও সহযোগীরা গাড়ি রেখে পেছনের জলাভূমি দিয়ে অদৃশ্য হয়ে যায়।পুলিশের সন্দেহ হলে গাড়িটি তল্লাশি চালানো হয়। এসময় পেছনের সিট ও বেক ডালায় সযত্নে রাখা ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার হয়। পরে বস্তাগুলো খুলে গণনা করে দেখা যায়—মোট ২৯৭ বোতল মদ রয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাজিক মোমেন্ট, ইম্পেরিয়াল ব্লু, ম্যাগডুয়েলস এবং রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।ঘটনার বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “উদ্ধারকৃত মদ ও প্রাইভেটকার থানায় হেফাজতে রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”পুলিশের ভাষ্য অনুযায়ী, নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় মদ, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই পণ্য পাচারের চেষ্টা চলছে। তবে সম্প্রতি পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোয় এসব অপরাধ দমনে সাফল্য আসছে।এঘটনায় স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.