নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
১৫ই আগস্ট ২০২৫, সকাল ১০ ঘটিকার সময়, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের, হত্যার প্রতিবাদে, জাতীয় প্রেসক্লাব ঢাকায়, মানববন্ধন, অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মনির হোসেন কাজী, সম্পাদক বার্তা প্রবাহ,সভাপতি তো করেন,মোহাম্মদ কুতুব উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম,বিশেষ অতিথি হিসেবে যারা ছিলেন,মোহাম্মদ সাহাব উদ্দিন,মোহাম্মদ হুমায়ুন কবির,মীর দা হাবিবুল্লাহ,সাংবাদিক শাহনাজ বেগম, মুন্সিগঞ্জ, মোসাম্মৎ পারভিন আক্তার, মহিলা বিষয় সম্পাদিকা, বাংলাদেশ সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, মোঃ মিজানুর রহমান টাঙ্গাইল মোঃ রতন মিয়া আশুলিয়া সাভার, হাজী মোহাম্মদ নাজির খান, দৈনিক ক্রাইম তালাশ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও বিভিন্ন সংগঠন থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ। প্রধান অতিথি মহোদয় বক্তব্যে বলেন, আসাদুজ্জামান তুহিনের মৃত্যুতে আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি, কারণ সাংবাদিকরা সত্য প্রকাশ করতে গিয়ে চাঁদাবাজের হাতে মৃত্যুবরণ করেছেন, তা একটি জঘন্যতম ব্যাপার, আগামীতে সাংবাদিকরা যেন আর কোন হত্যা ঘুম নির্যাতন না হয় তারও অনুরোধ জানান,বক্তব্যে ,পারভিন আক্তার, বলেন সাংবাদিকরা কোন চাঁদাবাজ নয় সন্ত্রাস নয় ঝড় বৃষ্টি অপেক্ষা করে, সত্য প্রকাশ করে বাংলাদেশের জনসাধারণের কাছে পৌঁছায় দেন, তারপরও যদি হত্যা ঘুম নির্যাতন হয় আগামীতে আমরা এটা বরদাস্ত করবো না, সাংবাদিক শাহনাজ বেগম বলেন আজ খুব দুঃখের শহীদ বলতে হয়, আসাদুজ্জামান তুহিন এর মৃত্যুতে প্রশাসনের গাফিলতি আছে, এবং এভাবে হত্যা করা কে তিনি নিন্দা জানান, হাজী মোহাম্মদ নাজির খান, বলেন সাংবাদিকরা সত্য প্রকাশ করতে গিয়ে , চাঁদাবাজের হাতে এই হত্যাকে কোনভাবেই মেনে নেওয়া যায় না আগামীতে আর যেন কোন সাংবাদিক হত্যা নির্যাতন না হয় প্রশাসনের নিকট অনুরোধ জানান, আর যারা গ্রেফতার হয়েছেন, তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন হয় তারা দাবি জানান, সভাপতি মহোদয় বক্তব্যে আরও জানান আগামীতে যদি এরকম সাংবাদিকরা হত্যা ,নিপীড়িত, অত্যাচার হয় তাহলে বৃহত্তম আকারে আমরা সাংবাদিকরা পদক্ষেপ নিতে বাধ্য হব, এবং উপদেষ্টা মহোদয়ের আইনের প্রতি শ্রদ্ধা রেখে, অতি দ্রুত আসামির গ্রেফতার হওয়ার প্রশংসার করেন, এবং অতি দ্রুত যাহাতে আসামিদের শাস্তি হয় তার আবেদন জানান, সকলকে উক্ত মানববন্ধনে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জেলা ,উপজেলা, থেকে আগত সাংবাদিকদের কে অভিনন্দন ,শুভেচ্ছা জানিয়ে জাতীয় প্রেসক্লাবের মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.