ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ১৬ আগস্ট শনিবার সকালে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার জোলগাও এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ আশরাফ আলী। ওইসময় শেরপুর থেকে ছেড়ে যাওয়া ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে ভাংচুর চালায়। তবে ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.