মোঃ এমদাদুল হক ইয়াছিন, কুমিল্লা প্রতিনিধিঃ
গতকাল বিকালে কুমিল্লা নজরুল ইন্সটিটিউট (মুক্তমঞ্চে) সাপ্তাহিক সমতটের কাগজ আয়োজিত বর্ষা বিদায়-শরতের আগমন কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি ও ধনুয়াখলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল।বিশেষ অতিথি ছিলেন কাব্য কথা সাহিত্য পরিষদের সভাপতি রসিক কবি আবদুল কাইয়ুম, কুমিল্লা সাহিত্য সংসদ এর সভাপতি কবি নুরুল আলম সেলিম মিয়াজি, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এটিএন নিউজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি কবি হুমায়ুন কবির জীবন, কাফেলার প্রধান জাহাঙ্গীর হাজারী, জাতীয় কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ডিএসবি কর্মকর্তা কবি মামুন কবির চৌধুরী, নিরাপদ চালক চাই বাংলাদেশ সংগঠনের সম্মানিত আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কবি, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ এমদাদুল হক ইয়াছিনসহ কুমিল্লার সাহিত্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয় কবি সোসাইটির সাধারণ সম্পাদক কবি শিপন হোসেন মানব।