মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা আজ ১৭ আগস্ট (রবিবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বর্তমানে খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন অংশের জন্য বৃষ্টির পরপরই জলাবদ্ধতা একটি বিশেষ সমস্যা। আশার কথা হচ্ছে এটি নিরসনে গৃহীত কিছু উদ্যোগ স্বল্প পরিসরে হলেও জনদুর্ভোগ কমিয়েছে। সমস্যাটি স্থায়ী সমাধানে করণীয় বিষয়গুলো নিয়েও ভাবা হচ্ছে। বিল ডাকাতিয়া অধ্যুষিত ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা লাঘবে শোলমারী স্লুইস গেট খুলে দেওয়া ও পানি অপসারণে পাম্প স্থাপন করা হয়েছে। এখন রোপা আমনের মৌসুমে আমাদের চেষ্টা থাকবে জলাবদ্ধতা পরিস্থিতি হতে উত্তরণ করে সর্বোচ্চ পরিমান জমিকে রোপা আমন চাষের আওতায় আনার। ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক সভায় জানান, দেশে কোভিড ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। ডেঙ্গু প্রতিরোধে টব, ডাবের খোসা, পুরাতন টায়ার-সহ কোন পাত্রে পানি বেশি সময়ের জন্য জমতে দেওয়া যাবে না। কারণ, ডেঙ্গু বিস্তারকারী মশা এসকল স্থানেই বংশ বিস্তার করে। আগামী অক্টোবর মাস থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টাইফয়েডের টিকা প্রদান শুরু হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করা দরকার। সভায় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী জানান, যারা ২০২৬ সালে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক তাদের প্রাক-নিবন্ধন চলছে। যা ১২ অক্টোবর পর্যন্ত চলবে নিয়ম অনুযায়ী ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন কাজ সম্পন্ন করা যাবে। সরকারি মাধ্যমে হজ পালনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই। একই সাথে হজের সময় প্রাপ্য সুযোগ-সুবিধার কোন ব্যত্যয় হয় না। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান সভায় জানান, আগামীকাল দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। কাল সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, সাড়ে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.