মোঃ শফিকুল ইসলাম শফিক কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার।
চিলমারী উপজেলা নয়ারহাট ইউনিয়ন এর ঘরে ঘরে শিক্ষার আলো ছড়ানো কারিগর এই সেই দেলোয়ার হোসেন মাষ্টার তিতি ছিলেন মগড়া কুড়া আকন্দ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত কর্মকর্তা তার শুধু নেশা ছিল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা । আবারও তিনি অক্লান্ত পরিশ্রম করে ২০০৪ সালে ছুটে পরেন দক্ষিণ খাউলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠান করার জন্য ছুটে পড়েন ২০০৪ সালে দেলোয়ার হোসেন মাস্টারের স্বপ্নটা পূরণ হয়। তিনি দীর্ঘদিন সভাপতি ছিলেন সেই তার স্বপ্ন দেখার প্রতিষ্ঠান দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজে। সাধারণ মানুষের ভিড়ে শোনা যায়। দেলোয়ার হোসেন মাষ্টার অসহায় মানুষের পাশে দাঁড়ান। অসহায় মানুষের ঘরে ঘরে খোঁজ খবর নেন। দেলোয়ার হোসেন মাস্টার। এলাকার সাধারণ মানুষ বলেন দেলোয়ার হোসেন মাষ্টার ইতিহাসের পাতায় লেখা থাক সারাজীবন।