মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় ফাতেমা ট্রেডার্স ও পলি এন্টারপ্রাইজ নামে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৮ হাজার ৪৮০ টাকা জরিমানা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। মেসার্স ফাতেমা ট্রেডার্স মুন্সীরাহাট বাজারের ব্যবসায়ী ছাতীয়ানী গ্রামের অলি আহম্মেদ এর ও মেসার্স পলি এন্টারপ্রাইজ সাবেক এমপি মুজিবুল হক এর ভাতিজা তোফায়েল আহম্মেদ। আওয়ামী শাসনামলের ১৭ বছর এই দুই প্রতিষ্ঠান একচেটিয়া ঠিকাদারি কাজ ভাগিয়ে নেয়। ৫ আগস্ট আ’লীগ সরকার পতনের পর এই দুই ঠিকাদার গা ঢাকা দিলে তাদের ভাগিয়ে নেয়া বড় বড় চুক্তির ঠিকাদারি কাজ গুলোর ভবিষ্যৎ ঝুলে যায়। এর মধ্যে কোমাল্লা-কাদৈর সড়ক, মুন্সীরহাট-নবগ্রাম সড়কের ব্রীজ, নানকরা-তারাশাইল সড়ক উল্লেখযোগ্য। খোঁজ নিয়ে জানা গেছে অলি আহম্মেদ ও তার ছেলের নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে এখনো বেশ কয়েকটি কাজ আছে। যেগুলো নির্মাণে কালক্ষেপনে স্থানীয়রা রয়েছেন ভোগান্তিতে। (ছবি- বাবুর্চি বাজার সড়ক। এই সড়ক নির্মাণের ঠিকাদার অলি আহম্মেদের ফাতেমা ট্রেডার্স। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও সময়মত কাজ শেষ করতে পারেনি তারা। স্থানীয়দের ব্যাপক ভোগান্তির পর কাজ শেষ করে)