প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৫:০৯ পি.এম
মধ্যনগর উপজেলা বিএনপির দাবি মমিনুল হক বেনুর অনৈতিক কর্মকান্ডের জন্য স্থায়ী বহিষ্কর

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মধ্যে ১৮ জন সাক্ষ্যরিত রেজোল্যুশন করে সিদ্ধান্ত নিয়েছে যুগ্ম আহবায়ক মমিনুল হক বেনু মাদকদ্রব্য চোরা কারবারি সহ চাঁদাবাজির সাথে জরিত প্রমানিত হওয়ায় মধ্যনগর উপজেলা ও তৃনমূল বিএনপির দাবি দলের ভাবমূর্তি নষ্ট করার কারনে তাকে স্থায়ী ভাবে বহিষ্কার চেয়ে রেজোল্যুশন করে জেলা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। মধ্যনগর উপজেলা বিএনপির ও স্হানীয় সূত্রে জানা যায়, মমিনুল হক বেনু মাদকদ্রব্য চোরা কারবারি চাঁদা বাজি ও দলের নাম ভাঙ্গীয়ে রাজ হংস হাউজ বোড দখল করে মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি সহ বিভিন্ন কার্যক্রম প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরে সুনামগঞ্জ জেলা বিএনপি তার সদস্য পদ স্থগিত করা হয়েছে এই মর্মে মধ্যনগর উপজেলা আহবায়ক কমিটির কাছে লিখিতভাবে নোটিশ পাটিয়েছে। আগামী দিনের বিএনপির কর্ণধার তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ কোন চাঁদা বাজ ও অনৈতিক কর্মকান্ডে সাথে জরিত যে কোন ব্যাক্তিকে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা অনুযায়ী মধ্যনগর উপজেলা বিএনপির দাবি, যুগ্ম আহবায়ক মমিনুল হক বেনুকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হোক। অভিযুক্ত মুমিনুল হক বেনুকে তার মোটো ফোনে একাধিক বার ফোন কারর পরেও ফোন রিসিভ করেননি। মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু বলেন, মুমিনুল হক বেনু মাদকদ্রব্য চোরা কারবারি সহ চাঁদা বাজির সাথে জরিত থাকায়, আমার নেতা তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করার জন্য উপজেলার আহবায়ক কমিটির ২১ সদস্যের মধ্যে ১৮ জন উপস্থিত হয় মেটিং করে রেজোল্যুশন করে জেলা ও কেন্দ্রে পাটিয়ে দিয়েছি। এর মধ্যে জেলা কমিটি তার সদস্য পদ স্থগিত করেছে, আশা করি কয়েকদিনের মধ্যে তার স্থায়ী বহিষ্কার আদেশ চলে আসবে। মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবে হায়াত বলেন, মমিনুল হক বেনুর রাজ হংস হাউজ বোড দখল করে মালিকের কাছে চাঁদা দাবি কারা, তার অডিও ও ভিডিও রেকর্ড সহ পত্রিকায় প্রকাশিত হওয়ায়, জেলা কমিটি তার সদস্য পদ স্থগিত করেছে। সে অনৈতিক কর্মকান্ডে জরিত থাকার প্রমানিত হওয়ায় তাকে আমরা উপজেলা কমিটি স্থায়ী ভাবে বহিষ্কার করার জন্য জেলা ও কেন্দ্রে রেজোল্যুশন পাটিয়েছি। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল হক বলেন, আপাদত তার সদস্য পদ স্থগিত করেছি। মধ্যনগর উপজেলা কমিটির রেজোল্যুশন সহ মমিনুল হক বেনুকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য লিখিত ভাবে কেন্দ্রীয় কমিটির কাছে পাটাব, আশাকরি কেন্দ্রে স্থায়ীভাবে বহিষ্কার আদেশ দিবে।
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.