স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ময়মনসিংহ:
“মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদীন অডিটোরিয়ামে ১৬ই আগস্ট শনিবার সকালে অনুষ্ঠিত হলো টেকসই কৃষি ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৫। লুমিনাস গ্রুপের উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসেন। তিনি বলেন, কৃষকরা দেশের মেরুদণ্ড হলেও তারা সবচেয়ে অবহেলিত। নিরাপদ খাদ্য উৎপাদন ও ভেজালমুক্ত কৃষিপণ্য নিশ্চিত করতে লুমিনাস গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের খাদ্য নিরাপত্তা, মানুষের স্বাস্থ্য ও টেকসই অর্থনীতির প্রশ্নে প্রতিষ্ঠানটি আপসহীন থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এডভোকেট সরমিন ইসলাম ডেইজি বলেন, কৃষিতে নারীদের অবদান অনস্বীকার্য। নারী কৃষকদের এগিয়ে নিতে লুমিনাস গ্রুপ বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। ডিরেক্টর (এডমিন) আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, কৃষি শুধু জীবিকা নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। তাই জৈব সার, কম্পোস্ট ও প্রাকৃতিক পদ্ধতির প্রসারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ডিরেক্টর (মার্কেটিং) ম্যাক মাসুক বলেন, নিরাপদ কৃষি এখন একটি ব্র্যান্ড ভ্যালু। আন্তর্জাতিক বাজারে ‘বিষমুক্ত’ পরিচয়ে বাংলাদেশি কৃষিপণ্য রপ্তানির দায়িত্বও নেবে লুমিনাস গ্রুপ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ময়মনসিংহ সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল আলম খান। তিনি বলেন, সাংবাদিকতার কাজ শুধু সমালোচনা নয়; বরং কৃষকের সাফল্যের গল্প সমাজের সামনে তুলে ধরা প্রয়োজন। পূর্বধলা সরকারি কলেজের লেকচারার মেঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, টেকসই কৃষির জন্য কৃষি ও পরিবেশের সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে।অনুষ্ঠানে কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখা কয়েকজন কৃষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা একমত হন, এ ধরনের সম্মাননা কৃষকদের আরও অনুপ্রাণিত করবে এবং টেকসই কৃষি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, এটি কোনো একদিনের কর্মসূচি নয়; দেশের প্রতিটি অঞ্চলে ধারাবাহিকভাবে টেকসই কৃষি প্রসারে উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানে লুমিনাস গ্রুপের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল মিরাকেল ফিস গ্রোথ জিও লাইট মিক্স – যা দেশী মাছের স্বাদে নতুন মাত্রা যোগ করবে, মিরাকেল পোল্ট্রি গ্রোথ এবং মিরাকেল কেটেল গ্রোথ ডেইরি। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে লুমিনাস গ্রুপের ডিলার ও কৃষকরা অংশগ্রহণ করেন।প্রায় ২০০০ জন অতিথির অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয়। সারা দিন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দুপুরের দিকে এ অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.