তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোপিনাথ জিউর আখড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাখন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মো: হারুন অর-রশিদ, নরসিংদী ইসকনের অধ্যক্ষ পতিত পাবন নিমাই দাস বম্মচারি, গোপিনাথ জিউর আখড়া ধামের সভাপতি অহিভুষণ চক্রবর্তী, রঞ্জন কুমার সাহা, দিপক কুমার প্রিন্স, বাবু জ্যতিরান দাস, বিশ্যজিত সাহা, দেবপ্রদ সাহা,ভুষন সাহা, প্রন্যয় কুমার সেন্টুসহ নরসিংদী জেলা, সদর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুষ্টের দমনের জন্য পৃথিবীতে এসেছেন। বর্তমানে অপসংস্কৃতি ও দূষ্টদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ থেকে শিক্ষা নিয়ে যেনো ভালো হয়ে যায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলে আমরা উৎসব উদযাপন করি। ভবিষ্যতেও আমাদের সম্প্রীতি বজায় থাকবে।আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গোপিনাথ জিউর আখরা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় গোপিনাথ আখরায় গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এস. এম. কে. মিজান
অফিস: অফিস: পাটগুদাম,ব্রিজ মোড়,ময়মনসিংহ ।
ই-মেইল : 𝐚𝐛𝐡𝐢𝐳𝐚𝐧𝐧𝐞𝐰𝐬𝐭𝐯@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ:
০১৭৭২-১৬৩৯৭৬, ০১৯১৪-২৬৩৬৩৫
Copyright © 2025 abhizannewstv. All rights reserved.