ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

১২ ফেব্রুয়ারির নির্বাচন অনিবার্য : সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ

Link Copied!

হিজলা প্রতিনিধি : আলমগীর হোসাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনন্দ মিছিল একত্রিত হয়ে আলোচনা সভা একসময় জনসভায় পরিণত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন,”ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু কিছু মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।”তিনি আরও বলেন,”দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না। বেহেশতে যেতে হলে নেক আমল করতে হবে। অপপ্রচার করে কোনো লাভ নেই। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।”দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান—”আপনারা সবাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে জনগণের কাছে যান, জনগণের জন্য কাজ করুন।”আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।