ঢাকাSaturday , 16 August 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে বাস চাপায় বৃদ্ধ পথচারী নিহত।

Link Copied!

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ১৬ আগস্ট শনিবার সকালে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার জোলগাও এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ আশরাফ আলী। ওইসময় শেরপুর থেকে ছেড়ে যাওয়া ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে ভাংচুর চালায়। তবে ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।